আভয়নগরে ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পেতে বিএনপি নেতা দ্বারে দ্বারে ঘুরছেন
অভয়নগর প্রতিনিধি
শেখ হাসিনা সরকারের আমলে কতিপয় আওয়ামী সন্ত্রাসী যশোরের অভয়নগর উপজেলার এক ওয়ার্ড বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান জবরদখল করে নিয়েছিল্।ো বেদখলীয় প্রতিষ্ঠানটি ফেরত পেতে ওই বিএনপি নেতা এখন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
ভূক্তভোগি ওই নেতার নাম নজরুল ইসলাম শেখ তিনি উপজেলার ধোপাদী গ্রামের বাসিন্দা ও স্থানীয় ধোপাদী পৌর ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক । এ ঘটনায় তিনি বিচার চেয়ে মঙ্গলবার(২৭/৮/২৪) উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন।
নজরুল ইসলাম জানান, তিনি দিনমজুরী খেটে ও ফড়িয়া আড়ৎদারি করে জীবিকা নির্বাহ করেন। তার নওয়াপাড়া বাজারে গুয়াখোলা মৌজার ইনস্টিটিউট গলির ভেতর রেলওয়ের অব্যবহৃত জমিতে ১৫ ফুট দৈর্ঘ্য ও ১১ ফুট প্রস্থ আকৃতির একটি আড়ৎঘর ছিলো। যা বাংলাদেশ রেলওয়ে পাকশি অফিস কর্তৃক বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা হতে লাইসেন্স প্রাপ্ত। উক্ত সম্পত্তির মেয়াদ থাকা অবস্থায় আওয়ামী সন্ত্রাসী উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা এর অনুসারীরা জবরদখল করে নিয়েছে। আড়ৎ ঘরটি হারিয়ে তিনি দীর্ঘ ১২ বছর যাবত ব্যবসা করতে পারছেন না। তিনি পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
এ ছাড়া বিএনপি’র রাজনীতি করায় তার নামে চারটি ও তিন ছেলের নামে একটি করে নাশকতার মামলা রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে ও মামলায় পড়ে তিনি এখন নিঃস্ব। এমতাবস্থায় তিনি ব্যবসা প্রতিষ্ঠানটি ফেরত পেতে দ্বারে দ্বারে ঘুরছেন। এ ঘটনায় ন্যায় বিচার চেয়ে তিনি গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন দোকানদার বলেন, ‘নজরুল ইসলাম অনেক বছর যাবৎ রেলওয়ের জমি বন্দোবস্ত নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলো। শেখ হাসিনা সরকার আমলে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচার কয়েকজন অনুসারী তার প্রতিষ্ঠনটি দখল করে নিয়েছে। এখন সে মরাত্মক অসুবিধায় আছে।’
‘উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, এ ব্যপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’