Type to search

আবারও বাড়ছে পেঁয়াজের দাম

জাতীয়

আবারও বাড়ছে পেঁয়াজের দাম

ডেস্ক রিপোর্টঃ  পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।

একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। সবজির পাশাপাশি হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা।

রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা ও আমদানি করা পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে শুক্রবার দেশি পেঁয়াজ  ৪০ থেকে ৪৫ ও আমদানি করা পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে।

গত বছর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যায়। সেসময় প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিলো। যা নিয়ে সারাদেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছিলো।

Tags: