Type to search

আকিজ সিটি সেন্টারে ৭৪ হাজার টাকা চুরির মামলায় সিকিউরিটি গার্ডের রিমান্ড মঞ্জুর

অভয়নগর

আকিজ সিটি সেন্টারে ৭৪ হাজার টাকা চুরির মামলায় সিকিউরিটি গার্ডের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার: নওয়াপাড়ার আকিজ সিটি ফ্যাশান গ্যালারির কেবিনেট ভেঙে ৭৪ হাজার টাকা চুরির ঘটনায় আটক সিকিউরিটি গার্ড নুরুল ইসলামের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামি নুরুল  ইসলাম অভয়নগরের তালতলা এলাকার রানা মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও কুষ্টিয়া সদরের ফকিরাবাদ গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, নওয়াপাড়ার আকিজ সিটি সেন্টার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা ছিল। চলতি বছরের ৯ জানুয়ারি রাত ১০টায় সিটি সেন্টারের কার্যক্রম শেষে তালা লাগিয়ে সকলে চলে যান। পরেরদিন সকালে এসে সিটি স্টোরের ফ্যামেলি মার্কেটের কর্মচারী সাগর ৪র্থ তলার মসজিদের সামনে চেয়ারের ওপর ভাঙা ক্যাশবাক্স দেখে সিকিউরিটি সদস্য সিটি সেন্টারের ম্যানেজারকে জানান। এ সংবাদের ভিত্তিতে আকিজ জুট মিলস লিমিটেডের সিকিউরিটিসহ কর্মকর্তারা ফ্যাশান গ্যালারিতে গিয়ে ম্যানেজারের কক্ষের  কেবিনেট ভাঙা এবং দ্বিতীয় ও তৃতীয় ড্রয়ারে রাখা সাত লাখ ৭৪ হাজার ৯শ’৪৮ টাকা নেই। এ ঘটনায় আকিজ সিটির অ্যাডভাইজার  জেসমিন সুলতানা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা শিল্পাঞ্চল পুলিশ-৬ এর এসআই কামরুল ইসলাম ঘটনার সাথে জড়িত সন্দেহে আকিজ সিটির সিকিউরিটি গার্ড নুরুল ইসলামকে আটক করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন। বুধবার শুনানি শেষে বিচারক দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।