আকিজ সিটির আয়োজনে ৯তম পিঠা মেলার উদ্বোধন করলেন সাংসদ রণজিত কুমার রায়
স্টাফ রিপোটার -আকিজ সিটির আয়োজনে বৃহস্পিতিবার বিকালে তিন দিন ব্যাপী দক্ষিবঙ্গের অন্যতম বৃহত্তম ঐতিহ্যবাহী পিঠা মেলার শূভ উদ্বোধন করেন যশোর ৪ আসনের সাংসদ রণজিত কুমার রায়। এতে সভাপতিত্ব করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদিন (সিআইপি) । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জনাব মনিরুল ইসলাম, (সাবেক সংসদ সদস্য), মোঃ তাজুল ইসলাম(,অফিসার ইনচার্জ,অভয়নগর থানা)। আরো উপস্থিত ছিলেন আকিজ জুট মিলের নির্বাহী পরিচালক জনাব শেখ আব্দুল হাকিম, ডিজিএম জনাব আবু জাফর প্রামানিক ও এডমিন ম্যানেজার জনাব সুব্রত শর্মা এবং গণ্যমান্য সুধীজন প্রমুখ। পিঠা মেলাটি আজ থেকে শুরু হয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি ইং তারিখ পর্যন্ত প্রতিদিন বেলা ৩.০০ ঘটিকা হতে শুরু হয়ে রাত ৯.০০ ঘটিকা চলবে । মেলায় স্টাল গুলো বাহারি পিঠা দিয়ে ঢেলে সাজানো হয়েছে। যা দেখলে মন জুড়িয়ে যায়।