Type to search

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি
চট্রগ্রামে উগ্রবাদী সংগঠন ইসকনের সন্ত্রাসী হামলায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে এ মানববন্ধন হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হকের সভাপত্বিতে বক্তব্য দেন, সাবেক পিপি অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার, আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট আজিজুল ইসলাম, নড়াইল জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ বাগচী, অ্যাডভোকেট মুক্তিযোদ্ধা এসএ মতিন প্রমুখ।

ঘন্টাব্যাপি এই মানববন্ধনে নড়াইল জেলা বিএনপির যুগ্মসাধারন সম্পাদক মো.আলী হাসান, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফছিয়ার রহমানসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং ইসকনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দ্রæত নিষিদ্ধের আহবান  জানান।