অভয়নগের পিতার বাড়ি থেকে না ফেরায় স্ত্রী’র বিরুদ্ধে স্বামীর জিডি
অভয়নগর প্রতিনিধি- অভয়নগর উপজেলার নওয়াপাড়ার গুয়াখোলা গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ(৩০) তার স্ত্রীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়রি(জিডি) করেছেন। ডায়রি নং-৬৮৩। তাং-২০/৮/১৯। জিডিতে তিনি উল্লেখ করেছেন,গত ১০ আগষ্ট তারিখে তার স্ত্রী নাসরিন সুলতানা তার পিতা-মাতার সাথে পিতার বাড়ি উপজেলার সিদ্দিপাশা গ্রামে বেড়াতে যায়। তিনি স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে গেলে সে আর ফিওে আসবে না বলে জানিয়ে দেয়। তিনি পূনরায় আনতে গেলে শ্বশুর বাড়ির লোকজন দিয়ে তাকে ভয় ভীত দেখানো হয়। এবং মামলার হুমকি দেওয়া হয়।