অভয়নগর মুক্ত দিবস উদযাপন
স্টাফ রিপোর্টার: আজ ৯ ডিসেম্বর ছিলো অভয়নগর মুক্ত দিবস। করোনা পরিস্থিতির কারনে দিবসটি এ বছর অনেকটা অনাড়ম্বর ভাবে পালিত হয়েছে। উপজেলা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পণ মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। শ্রদ্ধা অর্পণ শেষে একটি বর্ণাঢ্য র্যলি নওয়াপাড়া বাজার প্রদক্ষিন করে। র্যালি শেষে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আলোচসা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর আনোয়ার হোসেন উপাচার্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয় যশোর, এ ছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মাঃ নাজমুল হুসেইন খাঁন, থানার অফিসার ইনচার্য তাজুল ইসলাম প্রমুখ।