Type to search

অভয়নগর প্রেসক্লাবের আয়োজনে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন

অভয়নগর

অভয়নগর প্রেসক্লাবের আয়োজনে জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার: অভয়নগর প্রেসক্লাবের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়। শনিবার বিকালে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি চৈতন্য কুমার পাল।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা দৈনিক সমকাল পত্রিকার নওয়াপাড়া প্রতিনিধি মো: ফারুক হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা দৈনিক প্রথম আলো পত্রিকার যশোর জেলা প্রতিনিধি মাসুদ আলম এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাব এডিটর আরাফাত আলী রাজু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আতিয়ার রহমান,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইসতিয়াক আহমেদ রনি, দপ্তর সম্পাদক মো: আমানুল্লাহ,কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাহিত্য ও পত্রিকা সম্পাদক জাকারিয়া রহমান। সভায় উপস্থিত ছিলেন,কার্যনির্বাহী সদস্য আব্দুল হালিম, এইচ এম জুয়েল রানা,সহযোগী সদস্য মিঠুন কুমার দত্ত,আরাফাত হোসেন তাজ, আরমান হোসেন প্রমুখ। সভা শেষে ১৫ আগষ্টে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।