অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে রাসেল দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: শেখ “রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস ” এই প্রতিপাদ্যে কে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে অভয়নগর উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করে।
কর্মসূচির মধ্যে ছিলো সোমবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পূষ্পস্তবক অর্পণ , সকাল ৯টায় কেন্দ্রীয়ভাবে সম্প্রচারিতব্য অনুষ্ঠান প্রচার । সকাল ১১:৩০ মিনিটে দিবসটির প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা। আলোচনা সভায় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমান। আলোচনা শেষে পুরষ্কার বিতরণী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনুরুপ অনুষ্ঠন মালার আয়োজন করা হয়।