Type to search

অভয়নগর উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ ও বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

অভয়নগর

অভয়নগর উপজেলা চেয়ারম্যানের শপথ গ্রহণ ও বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

প্রিয়ব্রত ধর, অভয়নগর  প্রতিনিধি-
 অভয়নগরে  ২৯ মে ৬ষ্ঠধাপে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু ও মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খানমের শপথ গ্রহণ ও গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধীতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে মাজার জিয়ারত  অনুষ্ঠিত হয়েছে। ২৫জুন মঙ্গলবার
সকাল ১০টায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে বিভিন্নস্থরের  কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হওয়ার পর তাদের কে  সাথে নিয়ে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন। বিকাল ৩টায় বিভাগীয় কমিশনার এ এস এম শাহনেওয়াজ মেহেদী  উপজেলা পরিষদের  নবনির্বাচিত  চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের এই শপথ বাক্য পাঠ করান।
শপথ বাক্য পাঠ শেষে বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে এসে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন ও মাজার জিয়ারত করেন।এসময় তার সাথে সফর সঙ্গী   ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খানম, উপজেলা আ’লীগের সহসভাপতি আইয়ুব হোসেন,গাজী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোল্লা আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম লিখন, সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন মীনা ,পৌর আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বজলে সরদার, আঃ আলিম, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল, আওয়ামী লীগ নেতা সরদার নুর ইসলাম, সাখাওত খন্দকার, তরফদার আসাদুজ্জামান লিন্টু, আকরামুজ্জামান কুদ্দুস, সরদার বাবুল আক্তার বাবুল,শেখ রবিউল ইসলাম মিলন, সৈয়দ মনোয়ার হোসেন, ইমান আলী,  ৪নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহসভাপতি আল-আমিন হাওলাদার, সৈনিক লীগ নেতা মাস্টার রোকন উজ্জামান, আওয়ামী লীগ নেতা মাদুম শরীফ সাহেদ সহ শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। নব নির্বাচিত উপজেলা শফথ গ্রহন করার বলেন অভয়নগর উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই  সকলের সহযোগিতা পেলে উপজেলাবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই।