Type to search

অভয়নগরে ৫৭টি বাস্তহারা পরিবারকে প্রধানমন্ত্রী স্থায়ী আশ্রয় দিলেন

অভয়নগর

অভয়নগরে ৫৭টি বাস্তহারা পরিবারকে প্রধানমন্ত্রী স্থায়ী আশ্রয় দিলেন

স্টাফ রিপোর্টার : অভয়নগরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫৭টি ভůমি ও গৃহহীনদের স্থায়ী আবাসন করে দিলেন। শনিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্স করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এসব ছিন্নমুল মানুষদের ঘরের চাবি ও দলিল তুলে দিয়ে আশ্রায়ন/২ প্রকল্প উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর এ উপহার পেয়ে বিউটি বেগম(৪৮) আবেগ আপ্লুত জড়িত কন্ঠে বলেন, আমার বসত ছিলো রাস্তায় খোলা আকাশের তলে। ভাবতে পারেনি কোন দিন নিজ ঘরে বসবাস করতে পারবো। আমাকে প্রধানমন্ত্রী ঘর দিয়েছে। এ জন্য তার কাছে সারাজীবন ্ঋণি থাকবো।
জানা গেছে. অভয়নগরে প্রেমবাগ ইউনিয়নে ১৭জন, চলিশিয়া ইউনিয়নে ১ জন, শ্রীধরপুর ইউনিয়নে ১৩ জন, বাঘুটিয়া ইউনিয়নে একজন,শুভরাড়ায় ৭জন, সিদ্দিপাশায় ৭ জন ও পৌরসভায় ১১জন আশ্রয়হীন লোক আশ্রয় পেল। প্রধান মন্ত্রীর এ ভার্চুয়াল প্রগাম উপলক্ষে অভয়নগর উপজেলা মিলনায়তনে স্থাপতি প্রজেক্টরের সামনে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান. মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি), সুবিধাভোগী, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা।