
শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সোমবার বিকেলে অভয়নগর থানা চত্বরে থানা অফিসার ইনচার্য একেএম শামিম হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খ- সার্কেল মুকতি সরকার এছাড়া অন্যান্যার মধ্যে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণপদ দত্ত অভয়নগর রাজঘাট শিল্পঞ্চালের শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নওয়াপাড়া পুজা উদযাপন কমিটির সভাপতি রবীন অধিকারী ব্যাচা, ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান, সানা আঃমান্নান, বিকাল রায় কপিন, থানার তদন্ত ওসি মিলন কুমার মন্ডল প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন অভয়নগরে ১২৮ টি পুজ মন্ডপের নিরাপত্তার জন্য বাধ্যতামূলক সিসি ক্যামেরা লাগাতে হবে এবং সন্ধ্যার আগেই বিসর্জন দিতে হবে।