অভয়নগরে হোটেল- রেস্তরা ও বেকারী শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার- শিল্প. বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ায় করোনার প্রভাবে দুই দফা লকডাউনে পড়ে হোটেল – রেস্তরা ও বেকারী শমিকেরা কাজ হরিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থার প্রেক্ষিতে মালিক ও সরকারি সহায়তা চেয়ে ৬দফা দাবিতে বাংলাদেশ হোটেল -রেস্টুরেন্ট, মিষ্টি ও বেকারী শ্রমিক ইউনিয়নের নওয়াপাড়া শাখার নেতাকর্মীরা সোমবার দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করেছেন।
এ সময়ে উপস্থিত ছিলেন ইউনিয়নের উপদেষ্টা নিয়ামুল ইসলাম রিকো, সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রিপন আহমেদ, কোষাধ্যাক্ষ আব্দুল মতিন, প্রচার সম্পাদক জাকির হোসেন প্রমুখ।