অভয়নগরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সুপার নিহত
স্টাফরিপোর্টার: যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় থ্রি হুইলার ইঞ্জিন চালিত অটোরিক্সার ধাক্কায় বাহিরঘাট মেছেরিয়া দাখিল মাদ্রাসার সুপার আবু দাউদ(৫৫) নিহত হয়েছেন।আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ও নওয়াপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, সুপার আবু দাউদ বাইসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন। চেঙ্গুটিয়া বাজারের কাছে পৌছালে পেছন দিক থেকে উক্ত অটোরিক্সার ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্য মো: শাহাবুদ্দিনজানান, একটি দুর্ঘনার সংবাদ পেয়েছি। রোগী মারা গেছে কি না জানিনা। সুপারের এক নিকট আত্মীয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আবুদাউদ উপজেলার বাসুয়াড়ী গ্রামের স্থায়ীবাসিন্দা। তিনি চেঙ্গুটিয়ার আলীপুর এলাকায় বসবাস করতেন। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।