অভয়নগরে স্বামীর ঘরে ফেরার দাবিতে রাত পর্যন্ত কিশোরী মেয়ে নিয়ে দ্বারে দ্বারে
অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার শ্রীধরপুর গ্রমে এক অসহায় নারী স্বামীর ঘরে ফেরার দাবিতে তার কিশোরী মেয়ে ও গৃহস্থলীর মালামাল নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। রবিবার সন্ধ্যায় তিনি স্বামীর বাড়িতে উঠতে গিয়ে হেনেস্থার শিকার হয়ে স্থানীয় পাথালিয়া পুলিশ ক্যাম্পে অবস্থান করেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত ১১ বছর আগে অভয়নগর উপজেলার শ্রীধরপুর গ্রামের ছাদেক লস্করের ছেলে সাইফুদ্দিন লস্কর(৩৫) এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় সাতক্ষীরা সদর উপজেলার মধুমল্লার ডাংগী গ্রামের ছাইফুল ইসলামের মেয়ে তৈয়েরা খাতুনের সাথে। বিয়ের পর তাদের ঘরে উজ¦ল করে আসে ফারা ছিদ্দিকী(৯) এক ফুটফুট কন্যা।্ জানা গেছে পারিবারিক কলহের কারনে স্বামী কয়েক মাস আগে স্ত্রীকে তালাক দিয়েছেন। স্ত্রী দীর্ঘ দিন পিতার গৃহে অস্থান করার পর গত রোববার সন্ধ্যায় কৌশল অবলম্বন করে তার ক্রয়করা ঘরে উঠার দাবিতে থনায় অভিযোগ করে স্বামীর ঘরে উঠার চেষ্টা করেন। এসময় স্বামীর লোকজন হেনেস্থা করে স্ত্রী ও তার কিশোরী কন্যাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
তৈয়েবা খাতুন বলেন, ‘তিনি থানায় ও স্থানীয় পাথালিয়া ক্যাম্পে লিখিত ভাবে জানিয়ে স্বামীর ঘরে উঠার চেষ্টা করে হেনেস্থার শিকার হয়েছেন। এ ব্যাপারে পুলিশ তাকে কোন সাহায্য করেনি। তিনি এত রাতে কোথায় আশ্রয় পাবেন তা খুজে বেড়াচ্ছেন।’
এ ব্যপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম বলেন, এ ঘটনায় কেউ আমাকে অভিযোগ করেনি। তাই বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না।’
পাথালিয়া ক্যাম্পের আইসি এস আই মিজান ঘটনার সত্যতা বলেন, স্বামীর ঘরে স্ত্রীকে উঠিয়ে দেওয়া আমাদের কাজ না। এটা আইন আদালতের কাজ। তিনি এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হওয়ার জন্য তৈয়েবাকে পরামর্শ দেন।