Type to search

অভয়নগরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

অন্যান্য

অভয়নগরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

অভয়নগর প্রতিনিধি-
যশোরের অভয়নগরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার সন্ধায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত্য
নারীর নাম আসমা বেগম(৪০)। তিনি উজেলার শ্রীধরপুর
ইউনিয়নে মালাধরা গ্রামের শহিদুল মোল্যার স্ত্রী। পরিবারে সূত্রে
জানা যায়, অন্যান দিনের ন্যয় নিজে সোয়ার ঘরের বৈদ্যুতিক
বাতি জালাতে গিয়ে অসাবধানতা বসতো সাপের লেজে পা
পড়ে, এসময় সাপটি তার ডান পায়ের বৃদ্ধা আঙ্গুলে ছোবল
মারে।
আসমা তার ভাশুরের স্ত্রী ফেরদসী বেগমকে জানান, যে তাকে
একটা সাপে কামড় দিয়েছে। এপর থেকে সে অসুস্থ হয়ে পড়েন,
এর সাথে সাথে তিনি জ্ঞান হারিয়ে ফেলে। এসময় স্থানীয় ভ্যান
যোগে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
অভয়নগর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অথৈয় সাহা জানান,
সোমবার রাত সাড়ে আটটায় সাপে কাটা এক নারীকে তার
পরিবারের লোক জন হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে।
কিন্তু রোগীর হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে
তিনি জানান।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনর্চাজ বলেন, আসমা বেগম
নামের এক নারীর সাপে কামড়ে মৃত্যু হয়েছে। এই ঘটনায়
একটি অপমৃত্যু মামলা দায়ের করা করা হয়েছে। আইনি প্রক্রীয়া
শেষে তার পরিবারে কাছে মৃত্য দেহ হস্থান্তর করা হয়েছে।