Type to search

অভয়নগরে শেষ হলো শীতলা পূজা

অভয়নগর

অভয়নগরে শেষ হলো শীতলা পূজা

স্টাফ রিপোর্টার : প্রাচীন কাল থেকে বহমান বসন্ত ঋতুতে বিভিন্ন চর্মরোগ থেকে পরিবার পরিজনকে পরিত্রাণের জন্য অভয়নগরে শেষ হলো ৩দিনব্যাপী শীতলা পূজার সকল আয়োজন। গ্রামের ছোট ছোট শিশুরা (কিশোর/কিশোরী) ফাল্গুন মাসের শেষ ৩দিন প্রত্যুশে এই পূজা করে থাকে। পূজার উপাচার হিসেবে বাঁশের কুলায় প্রথমেই সজ্জিত থাকে ভাটি ফুল, সাথে থাকে আম ও গাব গাছের কচি পাতা, চুল, কচু, শামুক, মাটি, গোবরসহ রাস্তার পাশে থাকা নানা রকম ফুল। শেষ দিনের পূজায় শীতলা দেবীর উপলক্ষ্যে গাছের গুড়িতে তেল, জল ও সিঁদূর পরিয়ে দেয়। নিজেদের বাড়ি থেকে নিয়ে আসা চাল, ডালসহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে সকলের জন্য ছিলো খাওয়ার আয়োজন।