অভয়নগরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বয়স্ক লোক আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ৬০ বছরের এক বয়স্ক লোককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তর নাম সরোয়ার হোসেন (৬০) তিনি খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। বর্তমানে তিনি অভয়নগর উপজেলার কাদিরপাড়া গ্রামে বসবাস করেন।
জানা গেছে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে শিশুটিকে প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।শিশুটির মায়ের সন্দেহ হলে তিনি মেয়েকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসকেরা ধর্ষণ চেষ্টা কিছু আলামত দেখতে পায়। প্রাথমিক আলামত পায়। বিষয়রট পুলিশকে জানানো হলে রাত ১০টার পর অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।
শুক্রবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শিশুটিকে আদালতে হাজির করা হলে সে নিজের জবানবন্দি দেয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুগন্ধা বিশ্বাস জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে সরোয়ার হোসেন ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেছে।