অভয়নগরে লক ডাউনেও সড়কে প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসক যশোর লকডাউন ঘোষণা করেছেন। যান চলাচল বন্ধ রয়েছে। লকডাউন আওতার বাইরে রয়েছে হাতে গোনা কয়েটি গাড়ি। যানজটের এই মুক্ত পরিবেশেও যশোরের অভয়নগরে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক তরতাজা যুবকের প্রাণ। উপজেলার চেঙ্গটিয়া এলাকায় যশোর- খুলনা মহাসড়কে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম রোজিবুল ইসলাম(২৬) সে উপজেলার মহাকাল গ্রামের মনছুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায় রোববার সকাল সাড়ে ছয়টার দিকে রোজিবুল উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় যশোর-খুলনা মহাসড়ক বরাবর হাঁটছিলেন। এ সময় যশোর থেকে খুলনাগামী একটি ট্রাংকলরি পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। ধাক্কায় রোজিবুল ইসলাম সড়কের উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
নওয়াপাড়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন,‘ রোজিবুল ইসলাম নামের এক যুবক ট্রাংকলরির ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছে। লরিটি জব্দ এবং চালককে আটকের চেষ্টা করছি।’