অভয়নগরে যানজট সৃষ্টির অপরাধে ৫ চালকের তিন দিনের কারাদন্ড
ভ্রাম্যমাণ প্রতিনিধি: নওয়াপাড়া- মনিরামপুর সড়কের নওয়াপাড়া টেকার স্টান্ডের আশপাশে গাড়ি রেখে যানজট সৃষ্টির অপরাধে তিন জন টেকার চালক ও দুই জন পিকাপের চালককে আটক করে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত তিন দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে নূরবাগ- হাসপাতাল সড়কের টেকার স্টান্ডে চালকেরা গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করে আসছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শাহীনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময়ে সড়কের ওপর এলোমেলো ভাবে গাড়ি রাখার অপরাধে স্থানীয় টেকার চালক, মোহন ঘোষ(২৮), মিনারুল মোল্যা(৫২),রিয়াজ শেখ(২০) ও পিকাপ চালক ফারুক হোসেন(৪০), রানা হোসেন(৩০) কে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ডাদেশ প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়।