অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মাচ উদযাপন

অভয়নগর প্রতিনিধি:
অভয়নগর উপজেলা প্রশাসন ও উপজেলা আ.লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন নানা আয়োজন করে এর মধ্যে ছিলো। সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র হতে সরসারি প্রচারিত অনুষ্ঠান উপভোগ, বঙ্গবন্ধুর মোরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা,৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, চিত্রাংকর ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া উপজেলা আ.লীগের আয়োজনে অনুরুপ আয়োজনের মধ্যে ছিলো সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ, এবং বিকালে উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা। উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ,লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত দাস শান্ত, আ.লীগ নেতা আব্দুর রউফ মোল্যা, মান্নান মোল্যা, শাহিন আুকঞ্জি, মাজেদ মুন্সি, সাফিয়া খানম, নজরুল ইসলাম ফারাজী, সাব্বির হোসেন শান্ত, শওকত হোসেন, সমিরণ সরকার, মহির খাঁ প্রমুখ।