Type to search

অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন

অভয়নগর

অভয়নগরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনকের শাহাদাত বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : অভয়নগর উপজেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনকের মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এর পর উপজেলা পরিষদ মিলানায়তনে ১৫ আগষ্টে নির্মম হত্যার শিকার সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধুর জীবনি ও কর্মযোগ্যের উপর আলোচনা সভায় সভাপত্বি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। এ ছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্য (তদন্ত) মিলন কুমার মন্ডল প্রমুখ। আলোচনা শেষে শিশু কিশোরদের অংশগ্রহনে চিত্রাংকন, রচনা, কবিতা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন করা হয়। উপজেলা আ.লীগ ও তার অন্যান্য অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুুষ্ঠত হয়। এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপক্ষে অনরুপ আয়োজন করে।