অভয়নগরে মৎস্যজীবিলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নওয়াপাড়া অফিস
বাংলাদেশ মৎস্যজীবিলীগের অভয়নগর উপজেলা শাখার আয়োজনে সোমবার বিকালে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি এস এম রিপনের সভাপত্বি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর,
উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ স্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু,আ.লীগ নেতা আনোয়ার হোসেন, ড.প্রদীপ দে প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও কেককাটা অনুষ্ঠিত হয়।