অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের মাদক ব্যবসায়ীকে করাদন্ড
স্টাফ রিপোর্টার- অভয়নগরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম নওয়াপাড়া টেকার স্টান্ডের এক মাদক ব্যবসায়ীকে একমাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। জানা গেছে, রোববার বিকালে গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালায়। এ সময়ে নওয়াপাড়া টেকার স্টান্ড থেকে মামুন শেখ(৩০) কে ৫শ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক আইনে এক মাসের কারাদন্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। মামুন শেখ শংকরপাশা গ্রামের মান্নান শেখের ছেলে।