Type to search

অভয়নগরে ভবদহ দিবস পালন

অভয়নগর

অভয়নগরে ভবদহ দিবস পালন

স্টাফ রিপোর্টার: ২০১৬ সালের ৫ অক্টোবর পানি সরানোর দাবিতে নওয়াপাড়ার নূরবাগে ভবদহবাসীর অবস্থান কর্মসূচিতে পুলিশের নির্বিচারে নারী পুরুষের ওপর ব্যাপক লাঠিচার্যের প্রতিবাদে এক সভা মঙ্গলবার(৫/১০/২১) বিকাল ৫টায় নওয়াপাড়া ইনস্টিটিউট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সংগঠনের নেতা অধ্যাপক অনিল বিশ^াস, শহিদুল ইসলাম, সাংবাদিক কামরুল ইসলাম,শিবপদ বিশ^াস,শেখর বিশ^াস, রিপন আহমেদ গাজী, নূর আলম , অধ্যাপক চিন্ময় বিশ^াস,ব্রজেন কুমার সরকার, রাজু আহমেদ, সাধন সরকার, অমিতাভ মল্লিক, ইনতাজ আলী, নীলকন্ঠ মন্ডল, সমির মন্ডল প্রমুখ। সভায় বক্তারা বলেন, ভবদহ জলাবদ্ধার হাত থেকে মুক্তি পেতে কঠোর আন্দোলন ছাড়া অন্য কোন পথ খোলা নেই। তাই জীনব উৎসর্গ করে এ আন্দোলনে শরিক হবে হবে। বক্তারা আগামী ১৯ অক্টোবর মশিয়াহাটিতে কর্মীসভায় সবাইকে হাজির হওয়ার আহবান জানান। এর আগে প্রচার প্রচারণা. গ্রাম কমিটি ইউনিয়ন কমিটি গঠনের সপথনেন। ব্যাপক ভাবে নারীদেরকে আন্দোলনে অংশগ্রহনের আহবান জানান এবং ৫ অক্টোবর হামলার ব্যপারে আইনী ব্যবস্থা গ্রহনের আহবান জানান।