Type to search

অভয়নগরে বিষাক্ত পোল্টির বিষ্টা বহনকারী গাড়ী আটক

অভয়নগর

অভয়নগরে বিষাক্ত পোল্টির বিষ্টা বহনকারী গাড়ী আটক

অভয়নগর প্রতিনিধি-
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ভাটবিলা ও আড়পাড়া গ্রামে নিষিদ্ধ পোল্ট্রির লিটার বহনকারী গাড়ী আটক করে সাধারণ জনতা। গতকাল দিবাগত রাতে সুন্দলী ইউনিয়নের ভাটবিলা গ্রামের একটি মাছের ঘেরে নিষিদ্ধ পোল্ট্রির লিটার দিতে গিয়ে পথে কাঁদায় ফেঁসে যায় গাড়িটি। সকালে কাঁদায় ফেঁসে যাওয়া গাড়িটিকে উদ্ধার করতে অন্য একটি গাড়ি আসে। সাধারণ জনগণ ঐ গাড়িটিকে ধাওয়া করলে দ্রুত পালিয়ে যাওয়ার সময় আড়পাড়া বাজারের মোড় ঘোরার সময় মুদিখানা দোকান ও একটি ফাস্ট ফুডের দোকান ভেঙ্গে খাদে গিয়ে পড়ে। এই ঘটনায় ভাটবিলা ও আড়পাড়া গ্রামের লোকজন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে খবর দিলে তিনি তাৎক্ষণিক ভাবে উপজেলা মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারী ও পুলিশ প্রশাসন নিয়ে ঘটনাস্থলে আসেন। কর্মকর্তাগণ ভাটবিলা থেকে গাড়ির চালক ও হেলাপারকে আটক করে গাড়িটি জব্দ করেন। পরবর্তীতে আড়পাড়া বাজারে এসে নিষিদ্ধ পোল্ট্রির লিটার বহনকারী গাড়িটি খাদ থেকে তুলতে না পেরে শুধু ইঞ্জিন অংশটুকু জব্দ করেন।