Type to search

অভয়নগরে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালন

অভয়নগর

অভয়নগরে বিনম্র শ্রদ্ধায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালন

নওয়াপাড়া অফিস
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আ.লীগ, উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন নানা আয়োজন করে। উপজেলা আ.লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মীরা ১৫আগষ্ট সকালে উপজেলা বঙ্গবন্ধুর মোরালে পুষ্প অর্ঘ অর্পণ করে। উপজেলা চত্বরে অবস্থিত মোরালে পুষ্প অর্ঘ অর্পণের পর একটি র‌্যলি বের হয়। র‌্যালিটি নওয়াপাড়া বাজার ঘুরে নওয়াপাড়া শংকরপাশা হাইস্কুল মাঠে সমাবেশে মিলিত হয়। উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক শেখ আব্দুল ওহাব, জেলা আওয়ামীলিগের সদস্য ইনঞ্জিনিয়ার আরশাদ পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, পৌর মেয়র সুশান্ত দাশ শান্ত, জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, উপজেলা আ.লীগের সহ সভাপতি ইব্রাহিম হোসেন বিশ^াস, ছাত্র লীগ নেতা শাহ মামুন প্রমুখ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রশানের উদ্যোগে বঙ্গবন্ধুর মোরালে ফুল দিয়ে শ্রদ্ধ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সামাজিক সংগঠন অপরাজেয় সামাজিক পরিষদ জতীয় শোক দিবস উপলক্ষে ওই দিন পৌরসভার ধোপাদী গ্রামে শিশু কিশোরদের নিয়ে, চিত্রাংকন, ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুরুপ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *