Type to search

অভয়নগরে বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

অভয়নগর

অভয়নগরে বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

অভয়নগর প্রতিনিধি – গতকাল রবিবার সকালে অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুর্নীতি প্রতিারোধ বিষয়ক সচেতনার লক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যুৎসাহী সদস্য মোয়াজ্জেম হোসেন খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মাহবুব হোসেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ত্রিলোচন কুমার সাহা, ম্যানেজিং কমিটির সদস্য আঃ রাজ্জাক, অভিভাবক সাংবাদিক জাকির হোসেন হৃদয়, শিক্ষক কাজী আঃ হাকিম প্রমূখ। রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসাবে ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক মিহির কান্তি মন্ডল, ফিরোজা পারভীন ও কাজী সেলিম হোসেন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ক্রীড়া শিক্ষক হাবিবুর রহমান। ‘দারিদ্রতা নয় দুর্নীতি হলো মূল সমস্যা’ শীর্ষক বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগীতায় ১০ম শ্রেণীর নিলুফা ইয়াসমিন-প্রথম, ৯ম শ্রেণীর সুসমিতা সাহা চৈতী দ্বিতীয় এবং ৬ষ্ঠ শ্রেণীর সেজুতি খাতুন তৃতীয় এবং রচনা প্রতিযোগিতার ৮ম শ্রেনীর অর্পি খাতুন প্রথম,৯ম শ্রেণীর সানজিদা আক্তার দ্বিতীয় এবং ৮ম শ্রেণীর সুকন্যা শীল কোয়েল তৃতীয় স্থান অধিকার করে।