অভয়নগরে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকের বডি কেটে চালককে উদ্ধার করা হলো
অভয়নগর (যশোর) প্রতিনিধি :
যশোরের অভয়নগরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক দুমড়ে মুচড়ে চালক আটকা পড়ে। দুই ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা হাইড্রোলিক স্প্রেয়াড দিয়ে ট্রাকের বডি কেটে ট্রাক চালক জামাল হোসেন(৩২)কে উদ্ধার করে।পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘ্টনায় যাত্রীরা হতাহতের হাত থেকে রক্ষা পায়। শুক্রবার সকালে যশোর –খুলনা মহাসড়কের ভাঙ্গাগেট এলাকয় এ দুর্ঘ্টনা ঘটে।আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওয়াপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম জানান, শুক্রবার সকাল আনুমানিক ৯টার সময় যশোরগামী বিএল ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসের (যশোর-ব ১১-০১৩৫) সাথে বিপরীতমুখী ট্রাকের (ঢাকা মেট্রো- ন ১৩-০৪০৫) সংঘর্ষ হয়। এতে ট্রাকের সামনে অংশ দুমড়ে-মচড়ে যায় এবং চালক তার আসনে আটকা পড়েন।পরে হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে ট্রাকের বডি কেটে চালককে আহত অবস্থায় চাকলকে উদ্ধার করা হয়। পরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।