Type to search

অভয়নগরে বালিচাপা দেয়া লাশ সনাক্ত

অভয়নগর

অভয়নগরে বালিচাপা দেয়া লাশ সনাক্ত

অভয়নগর প্রতিনিধি
অভয়নগর উপজেলার জাফরপুর গ্রামে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বালি চাপাদেয়া একটি লাশ শনাক্ত করেছেন গ্রমবাসী। শুক্রবার বিকালে লাশের একটি হাত, মুখের কিছু অংশ ও পরনের লুঙ্গি দেখে থানা পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে স্থানীয় গাজীপুর ক্যাম্পের আইসি এস আই লিটন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছেন। এ রিপোর্ট লেখা কালিন শুক্রবার রাত ৯ টা পর্যন্ত লাশটি ওই অবস্থায় পড়ে ছিলো। এস আই লিটন বলেন, ‘লাশটি উদ্ধারের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতে লাশটি উত্তোলন করা হবে।’ পনের লুঙ্গি দেখে তিনি মন্তব্য করেছেন লাশটি একজন পুরুষ লোকের।