অভয়নগরে বাজার থেকে ভ্যান ভর্তি সরকারি বই উদ্ধার

অভয়নগর প্রতিনিধি:
অভয়নগরে নওয়াপাড়া বাজার থেকে ভ্যান ভর্তি মাধ্যমিক ও নি¤œ মাধ্যমিক স্তরের বই উদ্ধার করেছে থানা পুলিশ। গোপন সংবাদ পেয়ে পুলিশ রোববার সন্ধ্যায় বই গুলো উদ্ধার করে।
জানা গেছে উপজেলা মাধ্যমিক অফিসের অফিস সহকারি খালিদ ইবনে মহি বই গুলো প্রকাশনী কম্পানীর এজেন্ট ঢাকা বাংলা বাজার এলাকায় বসবাসকারি মো: বাবুল খানের নিকট বিক্রি করেন। বাবুল খান বইগুলো ভ্যান ভর্তি করে বাসে তুলে দেওয়ার উদ্দেশ্যে বাস কাউন্টারে নিয়ে আসে। সেখানে উপস্থিত লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বইগুলো জব্দ করে।
বই ক্রেতা মো; বাবুল খান বলেন, আমি কবর্ণমালা , আমেনা প্রকাশনী সহ কয়েকটি কম্পানীর এজেন্ট। বই গুলো অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারি খালিদ আমাকে যশোর জেলা শিক্ষা অফিসে পৌছে দিতে বলেন। আমি তার কথামতো বইগুলো যশোর নিয়ে যাচ্ছিলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহিদুল ইসলাম বলেন, ‘আমার অফিস থেকে কোন বই জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়নি। বইগুলো কিভাবে গোডউন থেকে বের হলো তা খতিয়ে দেখা হবে।’
থানা পুলিশের এ এস আই মো: শিপন বলেন, ‘গোপন সংবাদ পেয়ে আমি ভ্যান ভর্তি বাইগুলো আটক করেছি। বই গুলো কোথা থেকে এসেছে বা কোথায় যাচ্ছে তা আমি জানিনা। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।’
বই পরিবহনকারি ভ্যান চালক মফিজ উদ্দিন বলেন, উপজেলা থেকে খালিদ নামের একজন কর্মচারি বইগুলো আমার ভ্যানে তুলে দিয়েছেন। বই ক্রেতা বাবুল খান আমাকে বাস কাউন্টারে নিয়ে আসেন।’