Type to search

অভয়নগরে বঙ্গবন্ধু ধলিরগাতী ও বঙ্গমাতা কোটা প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান

অভয়নগর

অভয়নগরে বঙ্গবন্ধু ধলিরগাতী ও বঙ্গমাতা কোটা প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান

অভয়নগর প্রতিনিধি-
অভয়নগর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু গোল্ডকাপ এর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ধলিরগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম আল হেলাল ইসলামী একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ধলিরগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যাবধানে আল হেলাল ইসলামী একাডেমী সরকারী প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে কোটা সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম জিএস শেখ আব্দুল ওহাব সরকারী প্রাথমিক বিদ্যালয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় কোটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যাবধানে জিএস শেখ আব্দুল ওহাব সরকারী প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে ।খেলা শেষে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীনুজ্জামনের সভাপতিত্বে এক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুজহুর মুকুল। উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার ও সহকারী শিক্ষা কর্মকর্তা খালেকুজ্জামানের সার্বিক তত্ববধায়নে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০১৯ এর সকল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বিজয়ী ও রানার আপ মাঝে পুরস্কার বিতরণ করা হয়।