
স্টাফ েিপার্টার
অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল করিম রেজা ফেসবুক লাইফে এসে দল থেকে ইস্তফার ঘোষণা দিয়ে গা ঢাকা দিয়েছেন।
রেজাউল করিমের ভাই শাহিন আলম জানান, তার ভাই গত রোববার রাত ১০টার দিকে নিজ বাড়িতে বসে ফেসবুকের লাইফে আসেন। এ সময় তিনি বলেন আজ পবিত্র মিলাদুনবী। আমি এই দিনে ঘোষণা করছি বিএনপির সকল কার্যক্রম থেকে আমি ইস্তফা দিলাম। আমার অনুসারী যারা আছেন তারা ভাল থাকুন। আন্দোলন সংগ্রাম চালিয়ে যান। আমি দলের মঙ্গল কামনা করি। একথা বলে তিনি ফেন বন্ধ করে দেন। পরে অজ্ঞত স্থান থেকে তার ভাই পরিবারের সাথে যোগাযোগ করেন। তিনি এখনো অজ্ঞত স্থানে আছেন বলে জানা গেছে। দলীয় নেতা কর্মীরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। রেজাউল করিম উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের মৃত গণি মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন।