Type to search

অভয়নগরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার উদ্বোধন

অভয়নগর

অভয়নগরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নওয়াপাড়া শাখার উদ্বোধন

নওয়াপাড়ায় ফাস্ট সিকিউরিটি ব্যাংকের শাখা  উদ্বোধন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
“উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে” যশোরের অভয়নগরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২০৬ তম নওয়াপাড়া শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া বাজারের আনিছ ট্রেড ভ্যালীর তৃতীয় তলায় এ ব্যাংকের উদ্বোধন করা হয়।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান  মোহতাসিন বিল্লাহ, উপবস্থাপনা পরিচালক সিরাজু ইসলাম, খুলনা জোনের আঞ্চলিক প্রধান আহমেদ আশিক রাজি, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান আনিস, জামায়াতে ইসলামীর পৌর শাখার নেতা গোলাম মোস্তফা।
সহকারী ভাইস চেয়ারম্যান সাইদ জুনায়েদ ও যশোর শাখার ম্যানেজার মুস্তাফা মনোয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেনারেল সার্ভিসেস ডিভিশনের বিভাগীয় প্রধান আব্দুস সালাম, খুলনা জোনালের দ্বিতীয় কর্মকর্তা মুনির আহমেদ, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, অভয়নগর ইমাম পরিষদের সভাপতি গোলাম মাওলা, নওয়াপাড়া শাখার ম্যানেজার ইয়াসির রহমান, শাখার অপারেশন ম্যানেজার আদনান মোস্তফা। আলোচনা শেষে ভাবে ফিতা কেটে ও দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।