অভয়নগরে প্রাণিসম্পদ প্রদর্শণী ও মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নওয়াপাড়া অফিস :
অভয়নগর উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় ১৬ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী উপজেলা ভেটেনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শণী মেলা অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা শংকর কুমার দে, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মিনারা পারভীন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান প্রমুখ।
মেলায় শতাধিক স্টল বসে। স্টলে বিভিন্ন রকম পোষা প্রাণী, কুকুর, বিড়াল, বিভিন্ন জাতের পাখি, ঘোড়া সহ ১০৩টি বিভিন্ন প্রজাতির প্রাণীর প্রদর্শণীর মেল ও দুগ্ধজাত খাবারের স্টল সবসে। মেলায় শতাধিক লোকের আগমন ঘটে।
১৬-০২-২০২২