Type to search

অভয়নগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

অভয়নগর

অভয়নগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

নওয়াপাড়া অফিস
অভয়নগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। নিহত ওই যুবকের নাম রবিউল ইসলাম (৪০)। তিনি নওয়াপাড়া গরু হাটা এলাকার মুজিবর রহমানের ছেলে। রবিবার সন্ধ্যায় তাকে ছুরিকাহত করা হয়। পরে ওই দিন ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সঙ্গে জড়িত দুই কিশোরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার বুইকারা গ্রামের গরুহাটা এলাকার রাঙ্গা মোল্যার ছেলে অহিদুুল ইসলাম ওরফে ডেভিট (২০) ও তার চাচাতো ভাই মোহাম্মদ বাবুর ছেলে শাহিন হোসেন (২১)।
নিহতের স্ত্রী কোহিনুর বেগম জানান, শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন গরুহাটা এলাকায় রবিউল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করা হয়। হামলাকারিরা ছিলো অহিদুল ইসলাম ওরফে ডেভিট ও শাহিন হোসেন। আহত  রবিউলকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোর রাতে মারা তিনি যান।
ছুরি দিয়ে রবিউলের পেটে আঘাত করে। সে সময় রবিউল রেললাইনের পাশে পড়ে যায়। পরে তারা দুইজন দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতায় আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি রাঙ্গা মোল্যা তার ছেলে ও ভাইপোকে দিয়ে খুন করিয়েছে। হত্যাকারী দুইজনকে পুলিশ আটক করেছে। রাঙ্গা মোল্যাকে আটক করাসহ হামলাকারী অহিদুল ও শাহিনের ফাঁসি দাবি করেন তিনি। তার স্বামী মাদক ব্যবসার করেন এমন প্রশ্নে কোহিনুর বেগম বলেন, আমার স্বামী মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়। সে জুতা-স্যান্ডেলের ব্যবসা করত।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, ‘রবিউল ইসলাম হত্যার ঘটনায় অহিদুল ও শাহিন নামে দুই হামলাকারীকে রাতেই আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে এখনো মামলা করেনি। যদি তারা মামলা না করে তাহলে পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করা হবে।’