Type to search

অভয়নগরে পৌর ৩নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর

অভয়নগরে পৌর ৩নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াপাড়া অফিস
বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির  অংশ বিশেষ অভয়নগরে নওয়াপড়া পৌরসভার তিন নম্বর ধোপাদী ওয়ার্ড বি এন পির আয়োজনে শনিবার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আরম্বরপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টুলুর সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল,  পৌর সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন সরদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আলমগীর হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব। এছাড়া সবাই উপস্থিত ছিলেন নোয়াপাড়া প্রেস  ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি।
আলোচনা সভায় বক্তাদের কথায় উঠে আসে আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়নের কথা। আজ যেভাবে খোলা ময়দানে সমবেত হয়েছে তারা এক বছর আগে তা করা সম্ভব হয়নি।আগামী নির্বাচনে ভোটারদের কাছে যয়ে এসব কথা তুলে ধরে তাদের ভোট আদায় করার জন্য নেতৃবৃন্দ কর্মীদের কাছে আহবান করেন। পরে তারা দোয়া ও ইফতার মাহফিলে শরিক হন। মাহফিলে প্রায় দেড় হাজার লোক অংশগ্রহণ করেন।
এছাড়া মাগরিব নামাজের পরে  উপস্থিত নেতৃবৃন্দ ধোপাদী নতুন বাজারে স্থাপিত ৩ নম্বর ওয়ার্ড বিএনপি’র কার্যালয়ে উদ্বোধন করেন।