Type to search

অভয়নগরে পথ আটকানো নিয়ে বিবাদে দুই ভাই জখম

অভয়নগর

অভয়নগরে পথ আটকানো নিয়ে বিবাদে দুই ভাই জখম

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলার একতারপুর গ্রামে বসতবাড়িতে প্রবেশের পথ আটকানোর প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় দুই ভাই জখম হয়েছেন। শুক্রবার বেলা ১২ টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে ওই গ্রামের শিকদার পাড়ায় অবস্থিত মানিক শিকদারে ছেলেরা শরিকানা জমির ওপর দিয়ে দীর্ঘ দিন ধরে তাদের বসতবাড়িতে যাতায়ত করে আসছিলো। গত শুক্রবার ওই জমির মালিক মোস্তফা শিকদার ও আকবর শিকদারের ছেলেরা পথে বেড়া দিয়ে আটকাতে থাকে। এ সময় মানিক শিকদারের ছেলেরা প্রতিবাদ করলে প্রতিক্ষের লাঠি ও শাবলের আঘাতে আসলাম শিকদার(৫৩) ও তার বড় ভাই নূরইসলাম শিকদার(৬২) রক্তাত্ব জখম হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আসলাম শিকদার বাদি হয়ে শুক্রবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করে।
থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন,‘ এমন একটি ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। কিন্তু লিখিত অভিযোগটি এখনো আমার হাতে আসেনি। এ ব্যপারে খোঁজ নিয়ে আপনাকে পরে জানচ্ছি।’

,