অভয়নগরে নেশা করে এক মাদকসেবীর মৃত্যু
স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলার সাভারপাড়া গ্রামে আরিফুজ্জামান (১৭) নামে এক মাদকসেবীর মৃত্যু হয়েছে। পুলিশ আজ শুক্রবার দুপুর আড়াইটার সময় তার বাড়ী থেকে লাশ উদ্ধার করেছে। নিহত আরিফুজ্জামান উপজেলার সাভারপাড়া গ্রামে মশি বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার সাভারপাড়া গ্রামের আরিফুজ্জামান মাদকাসক্ত হয়ে পড়ে। গত বৃহস্পতিবার রাতে সে ঘুমের ট্যাবলেটের সাথে আটা জাতীয় দ্রব্য সেবন করে ঘুমায়। সকালে উঠে সে চলতে পারে না তাই আবারও ঘুমিয়ে পড়ে। দুপুর পর্যন্ত ঘুম থেকে না উঠার কারনে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে মৃত অবস্থায় পায়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তাজুল ইসলাম জানান, নিহত আরিফুজ্জামান মামকাসক্ত ছিল। গত রাতে সে নেশার ট্যাবলেটের সাথে আঠা জাতীয় নেশা দ্রব্য সেবন করে।