Type to search

অভয়নগরে  নিষেধ্যাজ্ঞা অমান্য করার দায়ে ১০টি প্রতিষ্ঠানে জরিমানা

অভয়নগর

অভয়নগরে  নিষেধ্যাজ্ঞা অমান্য করার দায়ে ১০টি প্রতিষ্ঠানে জরিমানা

মো: আমানুল্লাহ- শিল্প বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ায় করোনা মোকাবেলার জন্য নিষেধ্যাজ্ঞা অমান্য করে দোকান খোলার দায়ে ভ্রাম্যমান আদালত ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে ২৯ হাজার ৫শ টাকা জরিমানা করে তা আদায় করেন। জানা গেছে,সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা আদায় করেন হাইস্কুল গেটের খান হার্ডওয়ার থেকে  ৫ হাজার টাকা, আর কে মোবাইল সেন্টারে ৫ হাজার টাকা এবং  গ্রীন জেনারেল স্টোরকে ৫ হাজার টাকা। এরপর বিকালে উপজেলা সহকারি কমিশনার ভূমি কে এম রফিকুল ইসলাম অভিযান চালিয়ে আরো ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা করে তা আদায় করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, নিষেধ্যাজ্ঞা অমান্যকারিদের আরো কঠোর সাজা দেওয়া হবে। অভিযানের সময় উপস্থিত ছিলেন, দায়িত্বরত সেনা সদস্য ও থানা পুলিশ ।