Type to search

অভয়নগরে নির্মাণাধীন দোকান ঘর থেকে অজ্ঞত কিশোরের লাশ উদ্ধার

অভয়নগর

অভয়নগরে নির্মাণাধীন দোকান ঘর থেকে অজ্ঞত কিশোরের লাশ উদ্ধার

নওয়াপাড়া অফিস
অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন এলাকায় অবস্থিত একটি নির্মাণাধীন দোকান ঘর থেকে শনিবার দুপুরে অজ্ঞাত পরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
প্রতক্ষদর্শী স্থানীয় বেঙ্গল টেক্সটাইল মিল গেট এলাকার মহাতাব ফারাজীর কিশোর ছেলে নাঈম ফারাজী জানায়, সে শনিবার সকাল ১১ টার সময় রেল স্টেশনের ইয়াড ধরে হাট ছিলো। তখন সে সময় এরশাদ আলী মার্কেটের একটি নির্মাধীণ দোকানের মধ্যে একজন ছেলের চিৎকার শুনতে পায়। সে ছেলেটির কাছে যেয়ে জানতে চায় কি হয়েছে তার। তখন ছেলেটি আকুতি করে বলে আমাকে দেখার কেউ নেই। একথা বলে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। তখন সে দৌড়ে হোটেল থেকে খাবার আনতে যায়। এসে                     দেখে সে আর কথা বলছে না। অজ্ঞান হয়ে পড়ে আছে। সে মৃত ভেবে সে চলে যায়।
স্থানীয় কয়েকজন জানান, ছেলেটি ভবঘুরে। কয়েক দিন আগে সে ঢাকার ট্রেন থেকে নেমে নওয়াপাড়ায় অবস্থান করছে। নওয়াপাড়ার মানুষের দয়ায় সে খাদ্য খাবার খেয়ে রেল স্টেশন এলাকায় ঘুরে বেড়ায়। তাদের ধারনা প্রচন্ড শীতে অসুস্থ্য হয়ে মারা গেছে।
থানার অফিসার ইনচার্জ(তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, ‘ছেলেটি ভবঘুরে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত না করে বলা যাবে না।’