অভয়নগরে ধোপাদী নূরানী মাদ্রসার আয়োজনে আব্দুর রউফকে সংবর্ধণা প্রদান

নওয়াপাড়া অফিস
অভয়নগরে ধোপাদী নূরানী হাফেজী কওমী ও এতিমখানা মাদ্রসার আয়োজনে শুক্রবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধণা প্রদান প্রদান করা হয়। মাদ্রাসার সভাপতি মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জামানুল মাদ্রাসার মোহতামিম হাফেজ মাও: মুফতি মো: রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নওয়াপাড়া সার খাদ্য শস্য ও কয়লা আমদানীকারক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, ৩নং ওর্য়াড কাউন্সিলর তালিম হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল, বিএনপি নেতা মশিউর রহমান মশি, প্রতিষ্ঠানের মোহতামিম আব্দুর রব। সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএল কলেজের অধ্যাপক জোবায়ের হোসেন, ধোপাদী ঘের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কবিরাজ প্রমুখ। এর আগে মাদ্রাসার বদর সদস্যদের নিয়ে এক বার্ষিক সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।