
অভয়নগরে সর্ববৃহত মাহফিল ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে
নওয়াপাড়া অফিস
খুলনা বিভাগের মধ্যে দীর্ঘক্ষণ ব্যাপী অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় ধোপাদী গ্রামে। ধোপাদী, নওয়াপাড়ার সবুজবাগ, বুইকরার পোড়াবাড়ি এলাকাবাসীর উদ্যোগে ৪ দিন ব্যাপী ১৬তম এ মাহফিল অনুষ্ঠিত হবে। আগামী ৮ ফেব্রæয়ারি থেকে ১১ ফেব্রæয়ারি পর্যন্ত চলবে মাহফিল। মাহফিলের প্রথম দিন প্রধান বক্তা হিসাবে ওয়াজ করবেন মাওলানা মুফতি আতিকুর রহমান নোমানী ঢাকা, দ্বিতীয় দিনের প্রধান বক্তা মাওলানা মুফতি আব্দুল মোমিন মুরাদাবাদী, তৃতীয় দিন মাওলানা আব্দুল্লাহ আল আমিন ও চতুর্থদিন মাওলানা আবরারুল হক আসিফ।
ওয়াজ মাহফিল ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। ইতোমধ্যে মাহফিল ময়দান ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মঞ্চ ও প্যানডেল নির্মাণের কাজ শুরু হয়েছে। ধোপাদী নতুন বাজার সংলগ্ন নওয়াপাড়া- সুন্দলী সড়কে দৃষ্টি নন্দন তোরণ নির্মিত হয়েছে। আলোক শয্যার কাজ চলছে।
মাহফলি পরিচালনা কমিটির অন্যতম নেতা নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জাকির হোসেন সরদার বলেন, ‘এবছর ভিন্ন আমেজে আমাদের ওয়াজ মাহফিল উদযাপিত হবে। এবার মাহফিলের খরচ হবে প্রায় ১০ লাখ টাকা। সব টাকা এলাকাবাসী স্বত স্ফুর্ত ভাবে দান করবেন। এলাকার বাইরের কোন স্থান থেকে অর্থ নেওয়া হবে না। মাহফিলের জন্য আমাদের আগাম প্রস্তুতি জোরেসোওে চলছে।