Type to search

অভয়নগরে ধোপাদী গ্রামে যুগ উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গঠনের লক্ষে এলাকাবাসীর মত বিনিময়

অভয়নগর

অভয়নগরে ধোপাদী গ্রামে যুগ উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গঠনের লক্ষে এলাকাবাসীর মত বিনিময়

স্টাফ রিপোর্টার- অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী ধোপাদী গ্রামে অবস্থিত অ-নিবন্ধিত ধোপাদী মডেল এডাস বিদ্যালটি আধুনিকায়ন করার লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় ধোপাদী যুব উন্নয়ন সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি শ্রমিক নেতা নজরুল ইসলাম সরদার। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য এম এম আমিন উদ্দীন, এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যায়য়ের কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অসিত বসু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রউফ মোল্যা, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মাষ্টার ওলিয়ার রহমান সরদার, গ্রামের সমাজ সেবক মকবুল হোসেন মোল্যা, অধ্যপক চৈতন্য কুমার পাল,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য তৌহিদুর রহমান, আশিকুজ্জামান মিঠু, রাজিব হোসেন প্রমুখ।
সভায় বক্তরা বলেন, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের পাশাপাশি এলাকাসীর পরিচালিত একটি আধুনিক বিদ্যালয় গঠন করতে হবে। যেখানে শিশু শ্রেণি থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা লেখাপড়া করবে। এ বিদ্যালয়টি হবে অত্র এলাকার সুনামধন্য প্রতিষ্ঠান। এ জন্য সুবিধাজন স্থানে জমি ক্রয় করে ধোপাদী মডেল এডাস স্কুলকে প্রতিস্থাপন করতে হবে। এর আগ পর্যন্ত বিদ্যায়টি যেখানে আছে সেখানে থাকবে। বর্তমান জ্বরা-জীর্ণ অবস্থা থেকে মুক্ত করতে আশু দুৃইলাখ অর্থের প্রয়োজন। এ অর্থের জন্য সকলকে শরীক হওয়ার আহবান করা হয়।