অভয়নগরে ধোপাদী গ্রামে নওশের আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন
স্টাফ রিপোর্টার -অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামবাসীর আয়োজনে শুক্রবার বিকালে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নওশের আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়। খেলাটি উদ্বোধন করেন খুলনার সরকারি বি.এল কলেজের লাইব্রেরিয়ান সমীর কান্তি বিশ^াস । খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক পরিতোষ কুমার দত্ত। এসময়ে প্রধান অতিথি হিসেবে ছিলেন নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাঈনুর জোহর মুকুল। এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক তালীম হোসেন, নওশের আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ হালিম মোল্যা, ডাক্তার আলমগীর হোসেন, বিশিষ্ট্য ব্যবসায়ী জয়নাল ভুঁইয়া, যুবলীগ নেতা সোহরাব হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন খুলনা এস,বি আলী ফুটবল একাদশ ও মনিরামপুর মুক্তিযোদ্ধ্যা ফুটবল একাদশ। খেলাটি যৌথ ভাবে পরিচালনা করেন যশোর রেফারি এ্যসোসিয়েশনের সদস্য আখলিমা খাতুন, ইব্রাহিম হোসেন ও হাবিবুর রহমান। খেলায় খুলনা এস,বি আলী ফুটবল একাদশ মনিরামপুর মুক্তিযোদ্ধা একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে বিজয়ের গৌরব ছিনিয়ে আনে। প্রসঙ্গত, নওশের আলী মোল্যা ৭০ এর দশকে উপমহাদেশের একজন বিখ্যাত হাডুডু ও কাবডি খেলোয়ার ছিলেন। তিনি ধোপাদী গ্রামের একজন কৃত্তিমান ব্যাক্তি।