অভয়নগরে তিন দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন
স্টাফ রিপোটার: অভয়নগরে করোনা কালিন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে উপজেলার সুন্দলী কলেজ মাঠে শুরু হয়েছে তিন দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা। বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪ ই জুলাই তারিখ হতে ১৬ ই জুলাই পর্যন্ত চলবে এ মেলা। এ উপলক্ষে মঙ্গল বার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ,চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর । উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা কৃষি অফিসার গোলাম ছামদানি , উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাইয়েদা নাসরিন জাহান প্রমুখ । সভায় বক্তারা বলেন আমাদের দেশের সাধারন কৃষক ফলন বাড়ানোর জন্য অতীতে যা করে আসছে বা এখনও করছে তাতে উৎপাদন বাড়ছে কিন্তু আমাদের পরিবেশ এবং জমি নষ্ট হচ্ছে। সাধারণ কৃষক যাতে অপরিকল্পিত ভাবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে সে জন্য কৃষকদের উদ্বুদ্ধ করার জন্য মাঠ পর্যায়ের সকল কৃষি কর্মকর্তাদের অনুরোধ জানান। আজকের কৃষি প্রযুক্তি মেলায় যা দেখছেন তা কিন্তু বিভিন্ন গবেষণার ফল।যা বাস্তবায়নের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। যার ফলে কৃষিতে আজ আমাদের সফলতা এসেছে।