অভয়নগরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
নওয়াপাড়া প্রতিনিধিঃ
আজ দুপুর ১২ ঘটিকায় নওয়াপাড়া তালতলা বাজারের পাশে ট্রেনে কেটে এক বৃদ্ধা মৃত্যু বরণ করেছে। জানা যায় বৃদ্ধার নাম নীলুফা ইয়াসমিন ৬০, পিতা মৃত সৈয়দ তৈয়ব আলি। তিনি খুলনা খান জাহান আলী থানার খুলনা ক্যান্টনমেন্ট এর পিছনের বাসিন্দা। স্থায়ী লোকজন জানান খুলনা গামী বেতনা ট্রেনের সাথে এ দূর ঘটনা করে।
বিস্তারিত আসছে।