Type to search

অভয়নগরে ট্রাক ভাড়াকে কেন্দ্র করে দুই ড্রাইভারের মধ্যে সংঘর্ষ অভয়নগর প্রতিনিধি

নড়াইল

অভয়নগরে ট্রাক ভাড়াকে কেন্দ্র করে দুই ড্রাইভারের মধ্যে সংঘর্ষ অভয়নগর প্রতিনিধি

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাক ভাড়াকে কেন্দ্র করে দুই ড্রইভারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এজন রক্তত্ব জখম হয়েছেন। আহত ওই ড্রাইভারের নাম আনোয়ার হোসেন(৫৪) তিনি বুইকরা ড্রাইভার পড়ার বাসিন্দা। তাকে প্রথমে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে ভাড়া কম নেওয়ায় স্থানীয় কোদলা গ্রামের বাসিন্দা জলিল ড্রইভার(৫০) আনোয়ার হোসেন ড্রইভারকে হামলা করে। গত ১৭ ডিসেম্বর সকাল ৯ টায় কাপাসাটি গ্রামে অবস্থিত কুন্ডু তেলের পাম্পে ট্রাকের কেবিনে বসা অবস্থায় তিনি হামলার শিকারহন। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাত্ব জখম করা হয়। এ ঘটনায় গত সোমবার আনোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
থানার এ এস আই আফজাল হোসেন বলেন, ঘটনার লিখিত অভিযোগ পয়ে তদন্ত শুরু করেছি। তদন্ত শেষ এখন মামলার প্রস্তুতি চলছে।