Type to search

অভয়নগরে জমিজমা নিয়ে দুইভায়ের মধ্যে চরম উত্তেজনা

অভয়নগর

অভয়নগরে জমিজমা নিয়ে দুইভায়ের মধ্যে চরম উত্তেজনা

ভ্রাম্যমাণ প্রতিনিধি: অভয়নগর উপজেলার ফুলেরগাতী গ্রামের রাজবংশী পাড়ায় জমি জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে আপন দুইভায়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে জানা গেছে। ফুলেরগাতী গ্রামের মৃত বদন রায়ের দুই পুত্র বিষ্ণপদ রায়ের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ মিমাংসার জন্য ২নং সুন্দলী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান বিকাশ রায় কপিলের স্বইচ্ছায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গত ১৭ আগস্ট একটি সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে দুইভাইয়ের স¦াক্ষরীত সালিশীতে বলা হয় যে গত ৩০ আগস্ট জমিজায়গা সার্ভেয়ার দ্বারা ভাগ বাটোয়ারার কথা থাকলেও ছোট ভাই বিষ্ণুপদ রায় তা না মেনে ৬ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। পরবর্তীতে ৫ ও ১২ সেপ্টেম্বর আবারও চেয়ারম্যানের ডাকে সালিশের আয়োজন করা হয়। সালিশীতে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান বৈকুণ্ঠ বিহারী রায়, পরিতোষ বিশ^াস ও বিকাশ মল্লিক, ইউপি সদস্য অর্ধেন্দু মল্লিক, প্রকাশ বিশ^াস ও অপূর্বলাল ধর, প্রভাষক সমীরণ সরকার, শিক্ষক জগন্নাথ রায়, তুষার কান্তি মল্লিক, নিতিশ রায় ও সঞ্জয় রায়, আব্দুস সাত্তার গাজী, আব্দুল খালেক, আরজান সরদার, কল্যাণ বিশ^াস, অধির কুমার রা, শান্তিরাম বিশ^াস প্রমূখ। বাদী বিষ্ণুপদ রায় সালিশীতে হাজির না হয়ে বাড়ির সকল মালামাল নিয়ে মনিরামপুরের গাবুখালী গ্রামে তার শশুর বাড়িতে চলে যায়।