অভয়নগরে ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টার- অভয়নগর উপজেলা চেয়ারম্যানের নওয়াপাড়া পীরবাড়ি এলাকায় অবস্থিত ব্যক্তিগত অফিসের পাশে আব্দুল্লাহ আল মামুন আকাশ(২৫) নামে এক ছাত্রলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার অফিসার ইনচার্য বলেন, আব্দুলা আল মামুন আকাশ নামে ছাত্রলীগের এক কর্মী গুলি বিদ্ধ হয়েছে। তার গলায় আগ্নেয় অস্ত্রের গুলি লেগেছে। সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আকাশ কথা বলতে পারছে। আশা করা যাচ্ছে সে ঝুকি মুক্ত। তিনি আরো জানান, দুষ্কৃতকারীরা অবৈধ অস্ত্র দিয়ে আকাশ কে গুলি করেছে। আকাশ উপজেলার বুইকারা গ্রামে বসবাস করে।